বেশ কয়েকদিন থেকেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছিলো বাংলাদেশ দলের পরবর্তী কোচ হতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী ক্রিকেটার এবং ভারতের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কারস্টেন।
এবার সেই গুঞ্জনকে সত্য বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তবে কোচ নয়, বরং টাইগারদের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন কারস্টেন বলে নিশ্চিত করেছেন বিসিবির এই কর্মকর্তা।
এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমে কারস্টেনের নিয়োগ প্রসঙ্গে বলেছিলেন,
‘গ্যারি কারস্টেনের সাথে আমাদের যে কথা হয়েছে, তা হেড কোচ হিসেবে নয়। তার সঙ্গে কথা হয়েছে কনসালটেন্ট হিসেবে এবং শুধু জাতীয় দলে হয়ে নয়। সে সব বিষয়ে কাজ করবে। তবে ফেব্রুয়ারির আগে তাকে পাওয়া যাবে না।’
তবে এবার বিসিবি নিজেই নিশ্চিত করেছে কারস্টেনকে পাওয়ার বিষয়টি। ধারণা করা যাচ্ছে খুব শীঘ্রই টাইগারদের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করতে এদেশে পা রাখবেন এই প্রোটিয়া কিংবদন্তী।