গতরাতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবাদ। ম্যাচে বল হাতে ৪ ওভারে ২১ রান দিয়ে গুরুত্বপূর্ন ক্রিস লিন (৪৯) ও সুনীল নারিনের মত টর্নেডো ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ২১ বলে ২৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলের জয়ের পথ সুগম করেছেন।
সাকিবের দলের স্টানলেকও ৪ ওভার বোলিং করে ২১ রান দিয়ে উইকেট নিয়েছেন দুটি। তার উইকেট শিকারের তালিকায় আছেন রবিন উথাপ্পা ও রানা।
ম্যাচে অবধারিত ভাবেই সেরা তারকা সাকিব আল হাসান। কিন্তু সেই সাকিবকে উপেক্ষা করে ম্যাচ সেরা ঘোষনা করা হল স্টানলেককে। অথচ উইকেট বিচার করলেও স্টানলেকের উইকেটের চেয়ে সাকিবের দুটি উইকেটই বেশি মুল্যবান। এমনকি সাকিবের ইকোনোমি রেট ও স্টানলেকের সমান। বরং বোনাস হিসেবে ব্যাট থেকে এসেছে ২১ বলে ২৭ রানের কার্যকরী ইনিংস। সেখানে কিকান সাকিবকেই দেয়া হলোনা ম্যাচ সেরার পুরষ্কার।
আজ যদি এই পারফর্মেন্স কোন ভারতীয় তারকা করত, তাহলে যে পুরষ্কারটি তার হাতেই উঠত তাতে কোন সন্দেহ নেই।
Check Also
সুখবরঃ বিসিবির নতুন নিয়মে সুযোগ পাচ্ছেন তারা, তালিকার শীর্ষে আছেন আশরাফুল। ২য় শাহরিয়ার নাফিস। পড়ুন বিস্তারিত
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। প্রতিবছরই বিপিএল শুরু …