বাংলাদেশ দলের ক্রিকেটার নিয়ে এবার নতুন চুক্তিতে আসতে যাচ্ছে বিসিবি। এতে অনেকেই লাভবান হলেও লসের মুখে পড়তে পারেন অনেক ক্রিকেটারেই। চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন মাসে বাড়লেও কমে যাচ্ছে চুক্তি৯তে থাককা ক্রিকেটারদের সংখ্যা। তবে কমলেও কতজন কমবে তার সঠিক ধারণা দিতে পারেননি বোর্ড পরিচালক এবং সাবেক অধিনায়ক খান।
সাংবাদিকদের সামনে এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘আমরা প্রস্তাব এখনো চূড়ান্ত করতে পারিনি। কাল ঠিক করে ফেলব। তবে এটা ঠিক, চুক্তিতে খেলোয়াড় কমবে। অনেক কিছু বিবেচনা করতে হচ্ছে। খেলোয়াড়ের সংখ্যা কম থাকলে ভালো হয়।’
তবে তিনি কিছু না বললেও ভেতরের খবর হচ্ছে এবারের চুক্তি থেকে বাজে পারফর্মেন্সের কারণে বাদ পরতে যাচ্ছেন জাতীয় দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন (বর্তমানে বি ক্যাটাগরির) পেসার তাসকিন আহমেদ (বর্তমানে সি ক্যাটাগরি) এবং কামরুল ইসলাম রাব্বি (বর্তমানে ডি ক্যাটাগরি)।